নির্বাচনী প্রচারণায় মুখরিত হয়ে উঠছে রংপুর সিটি করপোরেশন এলাকা। সর্বত্র বিরাজ করছে নির্বাচনী আমেজ। ভোটারদের বাড়ি বাড়ি ঘুরে কুশল বিনিময় করছেন প্রার্থীরা।
গতকাল প্রতীক পাওয়ার পর ভোটযুদ্ধে নেমে পড়েছেন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
মেয়র প্রার্থীরা কে কোন প্রতীক পেলেন : আওয়ামী লীগের সরফুদ্দিন আহমেদ ঝন্টু (নৌকা), বিএনপির কাওসার জামান বাবলা (ধানের শীষ), জাতীয়
পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের এ টি এম গোলাম মোস্তফা বাবু (হাত পাখা), বাসদের আবদুল কুদ্দুস (মই), ন্যাশনাল পিপলস পার্টির সেলিম আখতার (আম) এবং স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ (হাতি)।
প্রতীক পেয়ে দলীয় নেতা-কর্মী এবং কর্মী-সমর্থকদের নিয়ে নগরীর জিলা স্কুল মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিতে যান আওয়ামী লীগের প্রার্থী সদ্য বিদায়ী মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু। সেখান থেকে ঝন্টু মাওলানা কেরামত আলী জৈনপুরী (রহ.) এর মাজার জিয়ারত করে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। বিএনপির কাওসার জামান বাবলা, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, ইসলামী আন্দোলন বাংলাদেশের এ টি এম গোলাম মোস্তফা বাবু, বাসদের আবদুল কুদ্দুস, ন্যাশনাল পিপলস পার্টির সেলিম আখতার এবং স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হোসেন মকবুল শাহরিয়ার আসিফ জয়ের প্রত্যাশা নিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন।
মেয়র প্রার্থীরা যা বললেন : আওয়ামী লীগের সরফুদ্দিন আহমেদ ঝন্টু বলেন, দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে পাঁচ বছর নগরীর ব্যাপক উন্নয়ন করেছি। চলমান উন্নয়ন কাজ সম্পন্ন হলে নগরীর চেহারাই পাল্টে যাবে। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নগরবাসী নৌকা প্রতীকে আস্থা রাখবেন বলে বিশ্বাস করি। বিএনপির কাওসার জামান বাবলা বলেন, অনেক আগে থেকেই ঘরোয়া প্রচারণা চালাচ্ছি। আজ থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলাম। একটি পরিবেশবান্ধব, যানজটমুক্ত নগরী গড়ার প্রত্যাশা আছে। বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থানের ক্ষেত্র সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়া হবে। রংপুরের মানুষ পরিবর্তন চায়। আমার বিশ্বাস, ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হবে। সুষ্ঠু নির্বাচন হলে আমি বিজয়ী হব। জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, রংপুরের মাটি ও মানুষের প্রতীক লাঙ্গল। নির্বাচনে লাঙ্গলের পক্ষে ভোট-বিপ্লব হবে। স্বতন্ত্র প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ বলেন, হাতি প্রতীক চেয়েছিলাম, পেয়েছি। নগরবাসী আমার পক্ষে আছে। জাতীয় পার্টির প্রার্থী কোণঠাসা হয়ে পড়েছেন। ভোটের পাল্লাও হবে হাতির মতো। ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী গোলাম মোস্তফা বাবু বলেন, শান্তি, নিরাপত্তা ও মুক্তির প্রতীক হাত পাখা। নগরবাসী হাত পাখার পক্ষে রায় দেবেন।
বাসদের আবদুল কুদ্দুস বলেন, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব সিটি গড়তে নিজেকে উৎসর্গ করব। ন্যাশনাল পিপলস পার্টির সেলিম আখতার বলেন, মেয়র পদে বসানোর মালিক জনগণ। আশা করছি তারা সঠিক সিদ্ধান্ত নেবে। আচরণবিধি লঙ্ঘন না করার আহ্বান : মেয়র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়ার আগে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সভাকক্ষে সাত মেয়র প্রার্থীর সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ সময় সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা চালানোর আহ্বান জানানো হয়। সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে মেয়র প্রার্থীদের সহনশীল হওয়ার পাশাপাশি সবার সার্বিক সহযোগিতা কামনা করেন নির্বাচন সংশ্লিষ্টরা। এ সময় রিটার্নিং ও রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার, জেলা নির্বাচন কর্মকর্তা জি এম সাহাতাব উদ্দিন বক্তব্য রাখেন।
প্রতীক বিক্রির হিড়িক : প্রতীক বরাদ্দকে ঘিরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে বসে প্রতীক বিক্রির দোকান। প্রতীক পাওয়ার পর প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা ডিজিটাল কার্ডে তৈরি প্রতীক কিনতে শুরু করেন। প্রতীক বিক্রেতা মো. আলম ভৈরব থেকে প্রতীক বিক্রি করতে আসেন। তিনি বলেন, একেকটি প্রতীকের ১০০টি করে কার্ড ২০০ টাকা করে বিক্রি করছি। আরেক প্রতীক বিক্রেতা সাইদুল ইসলাম বলেন, বিক্রি ভালোই হচ্ছে। তবে অনেক প্রতীকের কার্ড না থাকায় বিক্রি থেকে বঞ্চিত হয়েছি।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন