দুইদিনের সফরে ঢাকা পৌঁছেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। আজ শুক্রবার বিকাল ৫টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিমানবন্দরে পররাষ্ট্র সচিব (দ্বিপক্ষীয়) কামরুল আহসান, ইউরোপ উইংয়ের মহা পরিচালক মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগির এবং ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার অ্যালিসন ব্লেক তাকে স্বাগত জানান।
প্রায় ১০ বছর পর যুক্তরাজ্যের কোনো পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসলেন। এর আগে ২০০৮ সালে যুক্তরাজ্যের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড বাংলাদেশ সফর করেছিলেন।
রোহিঙ্গা ইস্যুসহ দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করাই তার এই সফরের লক্ষ্য।
এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী জানান, বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে দু’শকেরও বেশি সময় ধরে চমৎকার কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান রয়েছে। এটি তার একটি দ্বিপাক্ষিক সফর।
জানা গেছে, সফরকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া বরিস জনসন রোহিঙ্গা শিবির পরিদর্শনে কক্সবাজার সফর করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে রোহিঙ্গা ইস্যু এবং যুক্তরাজ্য সরকার কর্তৃক বাংলাদেশের কার্গোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি তার এই সফরে ব্রেক্সিট ও ভিসা সংশ্লিষ্ট বিষয়াদিও গুরুত্ব পাবে।
বিডিপ্রতিদিন/ ০৯ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান