বিডি প্রতিদিন/এ মজুমদার
শিরোনাম
- ফ্রান্সে এমার ১৯ তম সাধারণ সভা, অংশ নিচ্ছেন বাংলাদেশিরাও
- যৌক্তিক দাবি-দাওয়া বিবেচনার জন্য শুনানি পরিষদ গঠন করুন : সরকারকে এবি পার্টি
- ময়মনসিংহে রওশন এরশাদের বাড়ি ‘সুন্দর মহল’ ভাঙচুর
- নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ
- রংপুরে বসুন্ধরা শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি
- বগুড়ায় কৃষক লীগ সভাপতির গ্রেপ্তার, বিস্ফোরক মামলায় কারাগারে
- ‘আহত’ সেজে অনুদান বাগালেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতা
- এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র আত্মপ্রকাশ
- ৪ দাবিতে জনস্রোতে পরিণত হচ্ছে কাকরাইল মোড়
- পানির ন্যায্য অধিকার না পেলে বাংলাদেশের অস্তিত্ব হুমকির মুখে পড়বে : কাদের গনি চৌধুরী
- প্রতিবন্ধী মালেকের পাশে শুভসংঘ
- সিরিয়ার সঙ্গে গোপন আলোচনা ইসরায়েলের
- বিমানের চাকা খুলে যাওয়ার ঘটনায় তদন্তে বাংলাদেশ এয়ারলাইন্স
- নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক, সম্পাদক শামীম
- ৩০ হাজার পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার
- মেয়ের চোখের সামনে সড়কে প্রাণ গেল ব্রিটিশ কোটিপতির
- শাবিপ্রবি উপাচার্যের কাছে ছাত্রদলের ১১ দফা স্মারকলিপি
- উপদেষ্টার ওপর পানির বোতল ছুড়ে মারা ষড়যন্ত্রের অংশ : এ্যানি
- যত তাড়াতাড়ি সম্ভব পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প
- দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
রাসিকের মাস্টারপ্ল্যান বাস্তবায়নে বিনিয়োগ করবে চায়না
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
অনলাইন ভার্সন

রাজশাহীর বিভিন্নখাতে উন্নয়নে মাস্টারপ্ল্যান তৈরি করা হচ্ছে। রাজশাহী সিটি করপোরেশনের সার্বিক সহযোগিতায় মাস্টারপ্ল্যান অনুযায়ী উন্নয়ন প্রজেক্ট বাস্তবায়ন করবে চায়নার বৃহত্তর কোম্পানি পাওয়ার চায়না (Power China)। এ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে পাওয়ার চায়না কোম্পানির একটি প্রতিনিধি দলের সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরভবনের মিনি কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে পাওয়ার চায়না কোম্পানির বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হান কুনের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল নগর ভবনে আসেন। এরপর তারা সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সভায় মিলিত হন। সভায় রাজশাহী উন্নয়নে নির্ধারিত আলোচ্যসূচি অনুযায়ী আলোচনা হয়।
সভায় জানানো হয়, রাজশাহী সিটি করপোরেশনের সার্বিক সহযোগিতায় মাস্টারপ্ল্যান অনুযায়ী উন্নয়ন প্রজেক্ট বাস্তবায়ন করবে চায়নার বৃহত্তর কোম্পানি পাওয়ার চায়না। মাস্টারপ্ল্যান অনুযায়ী, পদ্মা নদীরধারে শহর রক্ষা বাঁধ নির্মাণ করে সেখানে গড়ে তোলা হবে বিনোদন কেন্দ্রসহ বিভিন্ন স্থাপনা, রাজশাহীতে জেনারেল এবং স্পেশালাইজ হাসপাতাল গড়ে তোলা, হযরত শাহ মখদুম বিমানবন্দর সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন ও টেকনিক্যাল সুবিধা বাড়ানো, ড্রেনেজ ব্যবস্থা এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন করা, নগর পরিবহন ব্যবস্থার উন্নয়ন করা হবে। এরমধ্যে গণপরিবহণ, রাস্তা, রাস্তার আলোকায়ন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রোরেল ও ফ্লাইওভার করা হবে।
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, গত ২৩ জানুয়ারি বাংলাদেশে নিযুক্ত চায়না রাষ্ট্রদূত ঝ্যাং জ্যুয়ো রাজশাহীতে এসে সহযোগিতার আশ্বাস প্রদান করেছিলেন। এরপর তিনি চায়না বৃহত্তর একটি কোম্পানি পাওয়ার চায়নাকে আমার কাছে পাঠান। গত ৩১ জানুয়ারি কোম্পানিটির সঙ্গে আমরা প্রথম মিটিং করি। রাজশাহীর উন্নয়নে অনেকগুলো প্রস্তাব দিয়েছিলাম। তারাও মাস্টারপ্ল্যানের মাধ্যমে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। মাস্টারপ্ল্যান তৈরি করে রাজশাহীর উন্নয়ন করা হবে। রাজশাহী সিটি করপোরেশন তাদের সার্বিক সহযোগিতা করবে। তারা অর্থসহ সবকিছু বিনিয়োগ করবে।
মেয়র খায়রুজ্জামান লিটন আশা প্রকাশ করে বলেন, যে মাস্টারপ্ল্যান হচ্ছে, সেটা বাস্তবায়ন হলে পুরো রাজশাহীর ব্যাপক উন্নয়ন হবে। মাস্টারপ্ল্যানের পাশাপাশি আরো অনেক উন্নয়ন প্রজেক্ট বাস্তবায়ন হবে। রাজশাহীবাসীকে যে স্বপ্ন দেখিয়েছিলাম, সেটাও বাস্তবায়ন হবে। আশা করছি আমরা ভালোভাবে কাজ শুরু করতে পারবো।
সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক জানান, আগামী ১৫ দিনের মধ্যে রাসিক, অন্যান্য সহযোগী সংস্থা এবং পাওয়ার চায়নার সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে। এরপর পাওয়ার চায়নার সঙ্গে আবারও আলোচনার পর এমওইউ স্বাক্ষরিত হবে।
সভায় পাওয়ার চায়না প্রতিনিধি দলের এ্যান্ডুসনহ অন্যান্যরা অংশ নেন। আলোচনা সভায় সিটি করপোরেশনের সচিব রেজাউল করিম, প্রধান প্রকৌশলী আশরাফুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর