বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী মেজবান ও আলোচনার মধ্য দিয়ে ১৩৭তম খুলনা দিবস পালিত হচ্ছে।
নাগরিক সংগঠন ‘বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি’র পক্ষ থেকে এসব কর্মসূচির আয়োজন করা হয়েছে।
জানা যায়, ১৮৪২ সালে খুলনা মহকুমা হওয়ার পর ১৮৮২ সালের ২৫ এপ্রিল খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরাকে নিয়ে খুলনা জেলা প্রতিষ্ঠিত হয়। খুলনার অতীত ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ২০০৯ সাল থেকে আনুষ্ঠানিকভাবে খুলনা দিবস পালিত হয়ে আসছে।
দিবসটি উপলক্ষে শনিবার সকালে নগরীর মজিদ সরণি এলাকায় উন্নয়ন কমিটির নিজস্ব কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে এটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে এসে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, সাবেক সাংসদ মিজানুর রহমান, সংগঠনের সভাপতি শেখ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক শেখ আশরাফ-উজ্জামান, অধ্যক্ষ জাফর ইমাম, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সাইফুল ইসলাম।
সংক্ষিপ্ত আলোচনায় নাগরিক নেতারা বন্দর ও শিল্পনগর খুলনার উন্নয়নে ভবিষ্যতে সরকারকে আরও বেশি আন্তরিক হওয়ার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/কালাম