খুলনার গিলাতলা খাঁ পাড়া এলাকায় ছোট ভাইকে গাছের সঙ্গে বেঁধে রেখে তার ৬ বছর বয়সী বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৩ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভুক্তোভোগী শিশু মেয়েটির ডাক্তারি পরীক্ষা করা হয়।
ধর্ষণের অভিযোগে সোমবার রাতে খানজাহান আলী থানার মশিয়ালী থেকে নাহিদ শেখ নামে এক কিশোর বখাটেকে আটক করেছে পুলিশ। আটক নাহিদ একই এলাকার মোমিন শেখের ছেলে। বাবা-মায়ের বিচ্ছেদের পর নাহিদ গিলাতলা খাঁ পাড়া এলাকায় নানা বাড়িতে থাকে।
পুলিশ জানায়, রবিবার সকালে গিলাতলা ভৈরব নদীর তীর এলাকায় একটি বাগানের মধ্যে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বাড়িতে কেউ না থাকায় নাহিদ কৌশলে দুই-ভাই বোনকে ভৈরব নদীর তীরে বেড়াতে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর স্থানীয় বেগের বাগানে মেয়েটির ৪ বছরের ভাইকে গাছের সাথে বেঁধে রেখে মেয়েটিকে ধর্ষণ করা হয়।
এদিকে, বাগানের মধ্যে হাত বাঁধা অবস্থায় ছোট ভাইটি চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে এলে নাহিদ পালিয়ে যায়।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, রাতেই অভিযান চালিয়ে মশিয়ালি এলাকা থেকে ওই বখাটেকে গ্রেফতার করা হয়েছে। থানায় মামলা দায়েরের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (নর্থ) সোনালী সেন জানান, যেহেতু বখাটে নাহিদের বয়স ১৩ বছর। এ কারণে কিশোর অপরাধী হিসেবে তাকে আদালতে প্রেরণ করা হচ্ছে। এছাড়া মেয়েটির বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম