২৩ জুলাই, ২০১৯ ১৮:৪৯

রেনুকে পিটিয়ে হত্যায় রিমান্ডে আবুল কালাম ও কামাল উদ্দিন

অনলাইন ডেস্ক

রেনুকে পিটিয়ে হত্যায় রিমান্ডে আবুল কালাম ও কামাল উদ্দিন

প্রতীকী ছবি

রাজধানীর বাড্ডায় তাসলিমা রেনুকে গণপিটুনিতে হত্যায় জড়িত আবুল কালাম আজাদ ও কামাল উদ্দিনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে মঙ্গলবার আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। আর গ্রেফতার অপর কিশোর ওয়াসিমকে সংশোধনাগারে পাঠিয়েছেন আদালত।

এর আগে রেনু হত্যা মামলায় শাহীন, বাচ্চু মিয়া ও বাপ্পী নামের তিন ব্যবসায়ীকে ৪ দিন করে রিমান্ডে নেয় পুলিশ। এরই মধ্যে হত্যায় জড়িত বলে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দী দিয়েছেন অভিযুক্ত আরেক ব্যবসায়ী জাফর হোসেন।

এদিকে বাড্ডার একটি স্কুলের ভেতর নৃশংসভাবে রেনুকে পিটিয়ে হত্যা ঘটনায় নেতৃত্ব দেয়া এক যুবকের নাম হৃদয়। ওই হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ ও গোয়েন্দারা যে ৮ জনকে শনাক্ত করেছে, তাদের মধ্যে ৫ জনকে আটক করলেও হৃদয় এখনও ধরা ছোঁয়ার বাইরে।

উল্লেখ্য, শনিবার সকালে সন্তানকে রাজধানীর উত্তর বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করার জন্য স্কুলে খোঁজ নিতে গিয়ে 'ছেলেধরা' গুজবে গণপিটুনিতে প্রাণ হারান তাসলিমা রেনু।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর