২৪ জুলাই, ২০১৯ ১০:৩১

ঢাকার আমেরিকান দূতাবাসে চাঁদে অবতরণের ৫০তম বার্ষিকী উদযাপন

অনলাইন ডেস্ক

ঢাকার আমেরিকান দূতাবাসে চাঁদে অবতরণের ৫০তম বার্ষিকী উদযাপন

ঢাকার আমেরিকান সেন্টারে মহাকাশযান অ্যাপোলো ১১-এর চাঁদে অবতরণের ৫০তম বার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর. মিলার। অনুষ্ঠানে প্রায় ৪০০ শিক্ষার্থী এবং অতিথি ১০টি আয়োজনে অংশ নেন। 

অনুষ্ঠানগুলোর ফাঁকে দর্শনার্থীরা নাসার বিভিন্ন ছবি এবং অ্যাপোলো-১১ মিশন ও তিন নভোচারীর ‘জায়ান্ট লিপ’ বিশ্ব ভ্রমণের ঐতিহাসিক স্মারকগুলোর প্রতিলিপির একটি প্রদর্শনী দেখেন। নিদর্শনগুলোর মধ্যে ছিল বাংলা এবং ইংরেজি সংবাদপত্রে প্রকাশিত খবরের ক্লিপিং। চাঁদে অবতরণের মাত্র ৯ সপ্তাহ পরে নিল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স এবং এডউইন ‘বাজ’ অলড্রিন ‘জায়ান্ট লিপ’বিশ্ব সফরে বের হন। মাত্র ৩৯ দিনে ২৪টি দেশের ২৭টি শহর সফর করেছিলেন তারা- যার মধ্যে ছিল ১৯৬৯ সালের অক্টোবরে ঢাকায় একটি যাত্রাবিরতিও!

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর