শিরোনাম
- চট্টগ্রামে এক উপজেলায় মিললো দুই অজ্ঞাত লাশ
- নিউইয়র্কের নতুন মেয়র মামদানির নাগরিকত্ব বাতিলের চেষ্টা
- টাঙ্গুয়ার হাওরে উচ্চস্বরে গান-বাজনা ও পার্টি আয়োজন করা যাবে না
- সাদেক খানের ১২ ব্যাংক হিসাব অবরুদ্ধ
- ৮ ভাষা শিক্ষা কোর্সে ভর্তি নিচ্ছে শাবিপ্রবি
- পরিবারসহ উমরাহ পালন করলেন প্রাণ গ্রুপের শতাধিক পরিবেশক
- নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২
- হাসিনাসহ ১২ জনের দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- নির্বাচনের ওপর নির্ভর করছে দেশের ভবিষ্যৎ : ইসি আনোয়ারুল
- একনেকে ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন
- বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি
- পুরান ঢাকায় গুলিতে নিহত ব্যক্তি 'শীর্ষ সন্ত্রাসী' মামুন: পুলিশ
- পুরান ঢাকায় সিনেমা স্টাইলে গুলি, যা দেখা গেল সিসি ক্যামেরায়
- ২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি
- দেশের সব জায়গায় চাঁদাবাজি হচ্ছে: ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন
- দ্রুত সেবার ক্ষেত্রে সবার আগে জনগণ : ভূমি উপদেষ্টা
- পুরান ঢাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে
- খালেদা জিয়ার সঙ্গে বিদেশ সফরে যাওয়ায় আমাকে প্লট দেওয়া হয়নি : রবি চৌধুরী
- গোবিন্দগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
হাইকোর্টের আদেশে রাজশাহীর অবৈধ বালুঘাট বন্ধ, আটক ৮
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন
হাইকোর্টের আদেশে রাজশাহীর একটি অবৈধ বালুঘাট বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন। বুধবার দুপুরে রাজশাহী মহানগরীর তালাইমারী এলাকায় পদ্মা নদীর কাজলা মৌজায় থাকা এ বালুঘাটটি বন্ধ করে দেওয়া হয়।
এ সময় বালুঘাট থেকে আটজনকে আটক করা হয়। এদের মধ্যে একজন স্কেভেটর চালক, দুইজন ড্রেজার চালক ও পাঁচজন ট্রাকচালক। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত আমান আজিজ এ অভিযান পরিচালনা করেন। বালুঘাটটি পরিচালনা করছিলেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু।
বালুঘাটটি বন্ধ করে দেওয়ার পর একটি সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়। এতে লেখা আছে, ‘মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং- ৬৫২১/২০১৯ এর আদেশ মোতাবেক কাজলা মৌজা/কাজলা ঘাট ব্যবহার করে সকল ধরনের বালু উত্তোলন /পরিবহন নিষিদ্ধ করা হলো। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আদেশক্রমে জেলা প্রশাসক, রাজশাহী।’
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত আমান আজিজ বালুঘাট থেকে আটজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটকের পর আটজনকেই জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেসার্স আমিন ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান পদ্মার চর খিদিরপুর ও চর শ্যামপুর মৌজায় ১২০ একরের একটি বালুমহাল জেলা প্রশাসকের কার্যালয় থেকে ইজারা নেন। আমিন ট্রেডার্সের মালিক মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু। তিনি চর খিদিরপুর ও চর শ্যামপুর মৌজার বালুমহাল ইজারা নিলেও কাজলা মৌজা থেকে বালু তোলা হচ্ছিল।
এ নিয়ে নগরীর বুলনপুর এলাকার আনোয়ার হোসেন নামে আরেকজন বালু ব্যবসায়ী হাইকোর্টে রিট করেন। এর প্রেক্ষিতে উভয়পক্ষের শুনানি শেষে হাইকোর্ট কাজলা মৌজা থেকে বালু তোলা বন্ধের নির্দেশ দেন।
জেলা প্রশাসক হামিদুল হক বলেন, ‘গত সোমবার আমি হাইকোর্টের কাগজপত্র হাতে পাই। এতে অবৈধভাবে বালু তোলা হলে বন্ধ করে ১৫ দিনের মধ্যে আমাকে হাইকোর্টে জানাতে বলা হয়। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখি, কাজলা মৌজা থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছিল। তাই সেটি বন্ধ করা হয়েছে।’
বিডি-প্রতিদিন/মাহবুব
এই বিভাগের আরও খবর