পদ্মাসেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে এই গুজব ছড়িয়ে ছেলেধরার নামে গণপিটুনিতে নিরীহ মানুষকে হত্যা ও আহত করার ঘটনায় কার্যকরী পদক্ষেপ নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর অংশ হিসেবে 'গুজব ছড়াবেন না, আইন নিজের হাতে তুলে নিবেন না' এই প্রতিপাদ্য নিয়ে জনগণকে সচেতন করতে বিশেষ সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচার শুরু করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।
আজ বুধবার সকালে নগরীর ধাপে জনগণের হতে লিফলেট তুলে দেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার। এ সময় পুলিশ কমিশনার এ ধরনের গুজন থেকে সবাইকে নিবৃত থাকার আহ্বান জানিয়ে গুজবে বিভ্রান্ত হয়ে ছেলেধরা সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে না নিতে অনুরোধ জানান। একই সাথে গুজব ছড়িয়ে যারা দেশে অস্থিতিশীলতা তৈরি করে রাষ্ট্রবিরোধী কাজ ও গণপিটুনি দিয়ে হত্যা ঘটানোর মত ফৌজদারি অপরাধ করছেন তাদের ধরতে পুলিশ মাঠে নেমেছে। তাই এ ধরনের গুজব ছড়ানোর বিষয়ে আইন শৃঙ্খলাবাহিনী, মেট্রোর সকল থানা এবং কন্ট্রোল রুম ও ৯৯৯ নম্বরে জরুরি কল করার পরামর্শ দেন পুলিশ কমিশনার।
বিডি প্রতিদিন/এনায়েত করিম