বেসরকারি শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও বাড়ি ভাড়া প্রদান, অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের জন্য অতিরিক্ত ৪% কর্তনের প্রজ্ঞাপন বাতিল এবং মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বরিশালে ৩ ঘণ্টার প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে শিক্ষকরা।
দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই প্রতীকী অনশন কর্মসূচি পালন করেন মাধ্যমিক শিক্ষকরা।
বরিশাল জেলা শিক্ষক সমিতির সভাপতি আ. মালেকের সভাপতিত্বে প্রতীকী অনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি ফরিদুল আলম জাহাঙ্গীর। এছাড়া সংগঠনের আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুল হক আসাদ ও সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, সাবেক সভাপতি দাশ গুপ্ত আশিষ কুমার, মহানগর সভাপতি এইচ এম জসিম উদ্দিনসহ জেলা ও উপজেলার বিভিন্ন শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
কর্মসূচি চলাবস্থায় দুপুর ১টায় মহিলা পরিষদ নেত্রী রাবেয়া বেগম শিক্ষকদের পানি পান করিয়ে প্রতীকী অনশন ভঙ্গ করান। অনতি বিলম্বে এই দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারী দেন শিক্ষক নেতারা।
বিডি-প্রতিদিন/শফিক