ছেলেধরা কিংবা গলাকাটা সম্পূর্ণ গুজব। এ ধরনের গুজবে সন্দেহজনকভাবে কাউকে পিটিয়ে মারা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারি আইনে কঠোর ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছেন বরিশালের পুলিশ কর্মকর্তারা। বুধবার বেলা ১২টায় বরিশাল জেলা পুলিশ লাইন্সের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম।
পুলিশ সুপার বলেন, কেউ যেন ছেলেধরা কিংবা গলাকাটা গুজবে কান না দেয় সে জন্য ইতিমধ্যে জেলার প্রতিটি উপজেলায় এবং ইউনিয়নে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। বিতরন করা হয়েছে লিফলেট। এছাড়া জনপ্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানগনকে এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য জন্য পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
তারপরও যদি কাউকে সন্দেহ হয় তাহলে আইন নিজের হাতে তুলে না নিয়ে থানা পুলিশে সোপর্দ করার আহ্বান জানানো হয় পুলিশের সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. সাইপুল ইসলাম ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার মফিজুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিকে ছেলেধরা কিংবা গলাকাটা গুজব রোধে এবং এ ধরনের গুজবের প্রেক্ষিতে পুলিশের অবস্থান জানাতে বিকেল সাড়ে ৫টায় এক জরুরি সংবাদ সম্মেলন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।
বিডি প্রতিদিন/এ মজুমদার