১৮ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:৫৭

কুমিল্লায় বটতলীর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বটতলীর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ

কুমিল্লার বরুড়ায় ১৯৭১সালে ১৮ সেপ্টেম্বর পয়ালগাছা ইউনিয়নের নারায়নপুরের বটতলী নামক স্থানে পাকিস্থানী বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হওয়া পাঁচ বীর মুক্তিযোদ্ধাকে স্মরণ করা হয়েছে। এই উপলক্ষে বুধবার আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে বটতলী শহীদ স্মৃতি সৌধে প্রধান শিক্ষক মো. শাহজালালের সঞ্চালনায় এবং ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা (দ.) জেলা ও বরুড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. কায়সুল ইসলাম সেলিম, মুক্তিযোদ্ধা মনোয়ার আলী, মো. আবদুস ছাত্তার, জাকির হোসেন বাচ্চু প্রমুখ। 

শহীদ মুক্তিযোদ্ধারা হচ্ছেন মো. সিরাজুল ইসলাম ছেরু, মো. আরিফুর রহমান, মো. জয়নাল, মো. মমতাজ এবং মো. সিরাজুল ইসলাম। শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মুনাজাত পরিচালনা করেন কাজকামতা আশ্রাফিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. আবদুর রহিম মজুমদার। 

বিডি-প্রতিদিন/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর