২২ সেপ্টেম্বর, ২০১৯ ১৮:২৪

উবাকিয়া পদ্ধতিতে বন্ধ করা হবে এডিস মশার প্রজনন

অনলাইন ডেস্ক

উবাকিয়া পদ্ধতিতে বন্ধ করা হবে এডিস মশার প্রজনন

উবাকিয়া পদ্ধতিতে পুরুষ মশা দিয়ে নারী এডিস মশার প্রজনন ক্ষমতা বন্ধ করার মাধ্যমে রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু মোকাবিলা করা হবে। আর নতুন এ উদ্যোগকে সহযোগিতা করবে অস্ট্রেলিয়া সরকারের অলাভজনক প্রতিষ্ঠান সিএসআইআরও।

রবিবার রাজধানীর নগর ভবনে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে অস্ট্রেলিয়া থেকে আগত তিন সদস্যের বিশেষজ্ঞ দলের সঙ্গে বেঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।

তিনি বলেন, উবাকিয়া পদ্ধতির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে এডিস মশা নিধন করার কাজ পরিচালিত হচ্ছে। সেখানে অনেক সফলতা এসেছে। তবে আমাদের দেশে এটাতে কেমন ব্যয় হবে সে বিষয়ে আমরা জানতে পারিনি। যেহেতু এটা প্রাথমিক পর্যায়ের কাজ, তারা দেশে ফিরে আমাদের প্রস্তাব দেবে।

উবাকিয়া পদ্ধতি যেভাবে কাজ করবে: নিদিষ্ট কিছু পুরুষ এসিড মশা ছাড়া হবে যেখানে মশা নিধনের কোনো রাসায়নিক ছিটানো হবে না। এসব এডিস মশাগুলো নারী এডিস মশার সঙ্গে মিলিত হবে। ফলে সেগুলোর প্রজনন ক্ষমতা ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। এভাবে নির্মূল হবে এডিস মশা।

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর