রাজধানীর বিভিন্ন এলাকা গতকাল মঙ্গলবার দুই ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে যায়। দুপুর থেকে টানা বৃষ্টিতে ঢাকার সব জায়গাতেই পানি উঠে যাওয়ায় ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। পানির এই ভোগান্তি থেকে বাদ পড়েনি কমলাপুর স্টেশনও।
কমলাপুর স্টেশনে আসা যাত্রীদের এমন ভোগান্তির সুযোগ নিয়েছে স্টেশনেরই কয়েকজন কুলি আর মালামাল বহনকারীরা। স্টেশনের ট্রলীতে করে ‘পানি পার, পানি পার’ করে মানুষ ডেকে নিয়ে পারাপার করছে তারা। বিনিময়ে তাদেরকে দিতে হয়েছে ১০ টাকা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এরকমই একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, স্টেশনের বাইরে পানি জমে যাওয়ায় কয়েকজন লাল পোশাক পরা কুলি মালামাল টেনে নেওয়ার ট্রলিতে করে মানুষ পার করছে। বিনিময়ে তারা ১০ টাকা নিচ্ছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ