বরিশালের অস্থির পিয়াজ বাজারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গত কয়েক দিন ধরে বরিশালে পাইকারী পেয়াজ বাজারে প্রতিকেজি পিয়াজ ৯৫ টাকা থেকে ১১০ টাকা কেজি দরে বিক্রি হলেও আজ বুধবার ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পরই পাল্টে গেছে চিত্র। ভ্রাম্যমাণ আদালত দেখেই আড়তদাররা ৭০ টাকা কেজি দরে পিয়াজ বিক্রি শুরু করেন। এ সময় অতিরিক্ত মূল্যে পেয়াজ বিক্রি করায় ৩ আড়তদারকে ১২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকার এবং মনীষা আহম্মেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ভ্রাম্যমাণ আদালত পেয়াজপট্টির ৮/১০টি আড়তে অভিযান চালায়। এ সময় পিয়াজের মূল্যে অসংগতি থাকায় ৩টি আড়ত থেকে মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এদিকে, পিয়াজের আড়তদাররা জানান, যে দামে তারা পিয়াজ কিনছেন, তার চেয়ে সামান্য লাভে বিক্রি করছেন। তারা অতিরিক্ত দামে পিয়াজ বিক্রি করছেন না বলে দাবি করেন। সিমান্ত সিন্ডিকেট এবং বড় ব্যবসায়ীরা পিয়াজের মূল্য বৃদ্ধির পেছনে অভিযোগ করেন তারা।
অপরদিকে, পিয়াজের মূল্য নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা জাহান সরকার।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এবং পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম