বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা পিছলে পড়ে আহত হয়েছেন। আজ বুধবার দুপুর দেড়টার দিকে রাজধানীর হাইকোর্টে সোনালী ব্যাংকের শাখার সামনের সিঁড়িতে এ ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আসিফ গণমাধ্যমকে জানান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁর কপালের ওপরে ও গালে, অর্থাৎ কানের পাশে চাপা আঘাত পেয়েছেন তিনি। পরীক্ষা-নিরীক্ষায় ফল ভালো পাওয়ায় ব্যবস্থাপত্রে কিছু ওষুধ দিয়ে বিশ্রামের জন্য বলেছি।
এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিকাল সোয়া ৩টার দিকে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে বাসায় নিয়ে যাওয়া হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার