খুলনার খালিশপুরে ১১ বছরের এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে। বুধবার ওই ছাত্রীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আফজাল হোসেন (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
অভিযুক্ত আফজাল খালিশপুর এলাকার সুধীর বাবুর্চীর ছেলে। মঙ্গলবার রাতে ওই ঘটনার পর এলাকাবাসী মেয়েটিকে উদ্ধার করে পুলিশে খবর দেয়।
পুলিশ জানায়, এ ঘটনায় ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। বুধবার দুপুরে অভিযুক্তকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/মাহবুব