এখন থেকে নতুন করে কোনো বাড়িঘর নির্মাণ করতে গেলে প্রতিবন্ধীরা যাতে সেইসব স্থাপনা ব্যবহার করতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বরিশাল সিটি করপোরেশেনের মেয়র সাদিক আবদুল্লাহ। আজ বুধবার দুপুরে নগরীর ক্লাব রোডের বরিশাল ক্লাব চত্ত্বরে অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে ভাতার নতুন বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি।
প্রতিবন্ধীরা যাতে হুইল চেয়ার নিয়ে লঞ্চে উঠতে পারেন সেই ব্যবস্থা করার পাশাপাশি বাসে ও লঞ্চে প্রতিবন্ধীদের জন্য নির্দিষ্ট সিটের ব্যবস্থা এবং হাসপাতালে বিশেষ সেবা নিশ্চিত করার আহ্বান জানান সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।
তিনি বলেন, যে পরিবারে প্রতিবন্ধী আছে সেই পরিবার হ্রাসকৃত করের আওতায় থাকবে। নগরীতে যাদের বাড়িতে ছাদ বাগান থাকবে তাদের ২ ভাগ হারে সিটি কর মওকুফ করা হবে। প্রয়োজনে ছাদ বাগান করতে সহায়তা করা হবে।
সিটি করপোরেশন এবং জেলা সমাজসেবা অধিদফতরের যৌথ আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে ভাতার বই বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর ভবনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইসরাইল হোসেন।
অনুষ্ঠানে বিসিসি’র প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, রফিকুল ইসলাম খোকন ও আয়শা তৌহিদ লুনা এবং জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক আল মামুন তালুকদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বরিশাল সিটি করপোরেশন এলাকায় ১ হাজার ৪১৩ জন প্রতিবন্ধী ভাতাভোগী রয়েছেন। বুধবার তাদের মধ্য থেকে ২৭৬ জন অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে ভাতার নতুন বই বিতরণ করা হয়।
প্রতিমাসে ৭শ’ টাকা হারে গত বছরের জুলাই থেকে চলতি বছরের জুন পর্যন্ত ভাতাভোগী প্রতিবন্ধীরা ২৩ লাখ ১৮ হাজার টাকার ভাতা পাবেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম