র্যালি এবং আলোচনা সভার মধ্য দিয়ে বরিশালে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের ন্যাশনাল প্রোডাকটিভিটি অরগানাইজেশনের (এনপিও) সহায়তায় এবং জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালিত হয়।
বুধবার সকাল ১০টায় সার্কিট হাউজ চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
উদ্বোধন শেষে সার্কিট হাউজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. নুরুল আলম, কৃষি সম্প্রারণ অধিদপ্তরের উপ-পরিচালক হরিদাস শিকারী, কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার কাজল ঘোষ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হোসেন চৌধুরী এবং মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ।
এছাড়া সভায় উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন