কুড়িয়ে পাওয়া ৪৬ হাজার টাকা, ১৫ লাখ টাকার ক্রেডিট কার্ড এবং চেকসহ একটি ব্যাগ সংশ্লিষ্ট মালিককে ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত দেখানো বরিশাল মেট্রোপলিটন পুলিশের এটিএসআই মো. ইউসুফকে পুরস্কৃত করা হচ্ছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান তাকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন।
মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) খায়রুল আলম জানান, গত বুধবার সকালে এটিএসআই মো. ইউসুফ নগরীর শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বান্দরোডে ডিউটিরত অবস্থায় সড়কে একটি প্যাকেট কুড়িয়ে পায়। পাশের এক চা দোকানীর কাছে কুড়িয়ে পাওয়া প্যাকেটের বিষয়ে জিজ্ঞাসা করেও কিছু জানতে পারেননি তিনি। এ সময় এক পথচারী প্যাকেটটি হাতে নিয়ে দেখেন এবং কৌশলে চলে যেতে চাইলে বিষয়টি ইউসুফের কাছে সন্দেহ হয়। ওই ব্যক্তি প্রকৃত মালিক নয় বুঝতে পেরে ইউসুফ তার কাছ থেকে প্যাকেটটি নিয়ে নেন।
পরে পুলিশ কর্মকর্তা ইউসুফ প্যাকেট খুলে ভেতরে ব্যাংকের দুটি চেক, দুটি এটিএম কার্ড, নগদ ৪৬ হাজার ৫০২ টাকা এবং কিছু কাগজপত্র দেখতে পান। এছাড়া প্যাকেটের মধ্যে থাকা একটি ক্যাশ মেমোর সাহায্যে ওই প্যাকেটের আসল মালিককের মোবাইল নম্বর সংশ্লিষ্ট দোকান থেকে সংগ্রহ করে আসল মালিককে মুঠোফোনে কল দিয়ে দেখা করতে অনুরোধ করেন। পাশাপাশি বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেন ইউসুফ।
উপ-কমিশনার (ট্রাফিক) খায়রুল আলম জানান, প্যাকেটটির প্রকৃত মালিক নগরীর কাশিপুর এলাকার ব্যবসায়ী মাহাবুব সিকদার খবর পেয়ে বুধবার দুপুরে ট্রাফিক কার্যালয়ে আসেন। এরপর প্যাকেটটির মালিকানা যাচাই করে তার কাছে সেটি ফিরিয়ে দেয়া হয়। বিষয়টি পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানকে জানানোর পর তিনি সততার দৃষ্টান্ত দেখানোয় এটিএসআই মো. ইউসুফকে পুরস্কৃত করার ঘোষণা দেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ