বাইসাইকেলের জনপ্রিয়তার বিষয়টি মাথায় রেখে ঢাকায় বাইসাইকেল লেন তৈরি করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশনের উত্তরপ্রান্ত থেকে এলজিইডি সড়ক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পর্যন্ত এই লেন তৈরির কাজ চলছে। কাজ শেষ হলে এটি হবে ঢাকা শহরের প্রথম সাইকেল লেন।
ডিএনসিসি সূত্রে জানা গেছে, ৯ কিলোমিটার রাস্তার মধ্যে ইতোমধ্যে ২৮৫ মিটারের কাজ শেষ হয়েছে। বাকিটা ২০২০ সালের মার্চ মাসের মধ্যেই শেষ হওয়ার কথা। মূল সড়কের দুই পাশে সাইকেলচালকদের জন্য ছয় ফুট করে জায়গা রাখা হয়েছে। কাজ শেষ হলে ২০২০ সালের স্বাধীনতার মাসেই এটি সাইকেল চালকদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
এদিকে, ডিএনসিসির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাইক্লিস্টরা। তারা বলছেন, যানজটের এ নগরে বাইসাইকেল চালানো অনেক কষ্টসাধ্য। ভয়ানক যানজট, বেপরোয়া গাড়িচালক ও মোটরসাইকেলের আধিক্যের কারণে বাইসাইকেল চালানোই দায়। ডিএনসিসির এ উদ্যোগ ওই যানজট নিরসনে ভূমিকা রাখবে।
বিডি-প্রতিদিন/মাহবুব