খুলনার ডালমিল মোড়ে বসিরহাট কলোনী এলাকায় হাসান হাওলাদার (২৮) নামের কথিত পুলিশের সোর্সকে কুপিয়ে গুরুতর জখম করেছে মাদক বিক্রেতারা। আজ শুক্রবার রাত ৯টার দিকে বসিরহাট কলোনীর গলির ভিতরে এ ঘটনা ঘটে।
আশংকাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হাসান হাওলাদার নগরীর পশ্চিম বানিয়াখামার মেইন রোড এলাকার আবু হাওলাদারের ছেলে।
চিকিৎসকরা জানিয়েছেন, ধারালো অস্ত্র দিয়ে তাকে ডান হাতের কনুই ও দুই পায়ের হাটুর ওপরে কুপিয়ে জখম করা হয়েছে। এতে শরীরের রক্ত চলাচলের শিরা কেটে গেছে। আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিতে বলা হয়েছে।
মাদক বিক্রেতাদের সম্পর্কে খবরাখবর দেওয়ায় তাকে কুপিয়ে জখম করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ