শহীদ সৈয়দ নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত ময়মনসিংহে গভীর শোক ও শ্রদ্ধায় পালিত হলো ইতিহাসের কলঙ্কময় জেলহত্যা দিবস। রবিবার দিবসটি উপলক্ষে ময়মনসিংহ মহানগর ও জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা নানা কর্মসূচি পালন করেন।
সকালে নগরীর কলেজ রোডস্থ শহীদ সৈয়দ নজরুল ইসলামের বাসভবনের সামনে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ময়মনসিংহ প্রেসক্লাব, জেলা ও মহানগর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন।
এর আগে টাউনহল থেকে পৃথক পৃথক শোক র্যালি বের করে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অস্থায়ী রাষ্ট্রপতির বাসবনে এসে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক অ্যাড. মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর সভাপতি এহতেশামুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান প্রমুখ।
এছাড়াও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর নির্দেশে ও শহর ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি কারান্তরীণ আব্দুল্লাহ আল মামুন আরিফের পক্ষ থেকে শোক র্যালি বের করে মহানগর ছাত্রলীগ।
কালোব্যাচ ধারণ করে নগরীর জিরো পয়েন্ট থেকে শুরু হওয়া শোক র্যালিতে নেতৃত্ব দেন এস এম নাসির উদ্দিন হীরা ও ফরহাদ হোসেন রানা। র্যালিটি নগরীরর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সৈয়দ নজরুল ইসলামের বাসভবনের সামনে এসে শেষ হয়।
বিডি প্রতিদিন/আরাফাত