জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) এমপি বলেছেন, অবক্ষয় দূর করে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবে হবে। গণমানুষের আস্থা অর্জন করেই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্ন বাস্তবায়ন করবো আমরা। প্রমাণ হবে জাতীয় পার্টিই গণমানুষের স্বার্থ সংরক্ষণে রাজনীতি করছে। তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।
আজ রবিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিস মিলনায়তনে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি কর্তৃক সাংগঠনিক রিপোর্ট প্রদান উপলক্ষে এক সভায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায়, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, দফতর সম্পাদক সুলতান মাহমুদ, যুগ্ম দফতর এম.এ. রাজ্জাক খান, স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব বেলাল হোসেন, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নেতা খন্দকার মনিরুজ্জামান টিটু, গোলাম মোস্তফা, আবু সাঈদ স্বপন, সুমন আশরাফ, হুমায়ন খান, এটিএম মমতাজুল করিম, লোকমান ভূঁইয়া রাজু, সৈয়দ মনিরুজ্জামান খান, মিজানুর রহমান, আবুল হাসনাত আজাদ, আহাদ খন্দকার বাইবেল, আব্দুস সালাম লিটন, এস.এম. ইকবাল আহমেদ, শেখ মাহমুদুল আনোয়ার, গরিবুল্লাহ সেলিম, হাদিস হুসাইন, মঞ্জুর মোর্শেদ ভূঁইয়া, ওহিদুর রহমান, ইদি আমিন এ্যাপোলো, আবু ইউসুফ, আরশাদ খন্দকার কাউসার।
বিডি প্রতিদিন/এনায়েত করিম