অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় আলোচিত ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ২৯৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দয়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আজ সোমবার সকাল ১১টার দিকে দুদক কার্যালয়ে আনা হয় তাকে।
দুদক উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দিনের মতো জি কে শামীমকে দুদক কার্যালয়ে আনা হয়েছে। তার বিরুদ্ধে এরই মধ্যেই মামলা করেছে দুদক। তদন্ত চলছে। আদালতের অনুমতি নিয়ে জিজ্ঞাসাবাদের আনা হয়েছে তাকে।
এর আগে গতকাল রবিবার দুপুরে জি কে শামীমকে জিজ্ঞাসাবাদ শুরু করে দুদক। মামলার বাদী দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিনের নেতৃত্বে একটি দল তাকে জিজ্ঞাসাবাদ করে।
বিডি প্রতিদিন/ফারজানা