বরিশালের অয়েল ডিপোগুলোতে পেট্রোলের ভয়াবহ সংকট দেখা দিয়েছে। যমুনা অয়েল ডিপোতে গত ২০ দিন ধরে পেট্রোল নেই। ঝালকাঠীর মেঘনা ও পদ্মা অয়েল ডিপোতে সীমিত পরিমাণ পেট্রোল থাকায় পেট্রোল পাম্প এবং ডিলারদের চাহিদা মতো পেট্রোল দেওয়া হচ্ছে না। এতে চরম ভোগন্তিতে পড়েছেন দক্ষিণ-পশ্চিমের ১০ জেলার দেড় শতাধিক ফিলিং স্টেশন এবং দেড় শতাধিক প্যাক পয়েন্ট ডিলাররা।
বরিশালের সর্ববৃহৎ অয়েল ডিপো যমুনা অয়েল কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপক ফখরুল ইসলাম বলেন, চট্টগ্রামের রিফাইনারী সার্ভিসিং হচ্ছে। এ কারণে প্রেট্রোল, এলপি গ্যাসসহ অন্যান্য জ্বালানীর সংকট রয়েছে। তবে শিগগিরই এই সংকট কেটে যাবে।
বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেন, বরিশালে সরকারী ডিপোতে পেট্রোল সংকটের বিষয়টি তার জানা ছিলো না। সংকট যাতে দির্ঘায়িত না হয় সে জন্য যথাযথ কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল