বরিশাল নগরীর কশাইখানা এলাকায় প্রকাশ্যে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার বিকেল ৩টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতের নাম মো. রুহুল আমীন (২২)। পেশায় পিকআপ চালক রুহুল আমীন ওই এলাকার মো. আলীর ছেলে। হামলাকারী সুমনও পেশায় চালক।
স্থানীয় বাসিন্দা মো. আমীন জানান, রুহুল আমীন ও সুমন পরস্পরের বন্ধু। রুহুল আমীনের সাথে সুমনের পূর্বের আর্থিক লেনদেন ছিলো। বিকেলে ওই টাকা চাওয়া নিয়ে দুই বন্ধুর মধ্যে বাদানুবাদ এবং হাতাহাতি হয়। এক পর্যায়ে রুহুল আমীনের বুকে ছুরিকাঘাত করে সুমন পালিয়ে যায়। স্থানীয়রা রুহুলকে উদ্ধার করে শেরে-ই বাংলা মেডিকেলে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঘটনাস্থল এবং হাসপাতাল পরিদর্শনকারী কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত সুমনকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।
বিডি প্রতিদিন/হিমেল