রাজধানীর চাঁনখারপুল মেয়র হানিফ ফ্লাইওভার ব্রিজের ঢালে বাসচাপায় মনীষা বর্মন অথৈ (২১) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে মোটরসাইকেল চালক বন্ধু গালিব (২২)।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনীষা বর্মন অথৈ ঢাকা মহানগর মহিলা কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তাদের দু'জনের বাসাই পুরান ঢাকার গেন্ডারিয়ায়।
জানা যায়, অথৈ ও তার বন্ধু একটি মোটরসাইকেল নিয়ে চাঁনখারপুল ঢাল দিয়ে ফ্লাইওভারে উঠছিল। তখন পেছন থেকে আরেকটি মোটরসাইকেল দ্রুত তাদের অতিক্রম করার সময় তারাও মোটরসাইকেলের গতি বাড়ায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে তারা ছিটকে পড়ে। এরপর অথৈ গড়িয়ে রশি দিয়ে বানানো রোড ডিভাইডারের ওপারের অংশে চলে গেলে বিপরীত দিক থেকে আসা একটি বাস তার দুই পায়ের ওপর দিয়ে চলে যায়।
পরে গুরুতর অবস্থায় আহত দু'জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক অথৈকে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন। এছাড়াও বন্ধু গালিবের দুই হাত-পাসহ শরীরের বেশকিছু জায়গায় আঘাত রয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ আব্দুল খান জানান, অথৈ ও গালিবকে গুরুতর আহত অবস্থায় ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অথৈকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন