রাজধানীর ডেমরায় ছোট ভাইয়ের এলোপাতাড়ি ছুরিকাঘাতে বড় ভাই নিহত হয়েছেন। তার নাম মো. কবির হোসেন (২৫)। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় কবিরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১টায় তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনদের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, টাকা পয়সা নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে। রাত আনুমানিক ১০টার দিকে ডেমরার গলাকাটা ব্রিজের পাশে একটি মহিলা মাদ্রাসার কাছে ছোট ভাই সবুজের সাথে কবিরের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে সবুজ তার বড় ভাইকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সেখান থেকে সটকে পড়ে। গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বজনদের সংবাদ দেয়। পরে তারা হাসপাতালে নিয়ে যান।
নিহতের বাবার নাম মো. আতাউর। কবির পেশায় একজন রিকশাচালক। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার ডেমরা থানার পুলিশ ছোট ভাই সবুজকে আটক করেছে। সবুজ পেশায় গুলিস্তানে মোবাইলের দোকান কর্মচারী।
বিডি প্রতিদিন/ফারজানা