২০ নভেম্বর, ২০১৯ ১৭:৩১

একটু কষ্ট করেন, দেখবেন সমস্ত মাফিয়াচক্র ঠাণ্ডা হয়ে যাবে: নাসিম

অনলাইন ডেস্ক

একটু কষ্ট করেন, দেখবেন সমস্ত মাফিয়াচক্র ঠাণ্ডা হয়ে যাবে: নাসিম

ফাইল ছবি

সারা দেশে চলমান পরিবহন ধর্মঘটে জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি। 

এসময় তিনি আরও বলেন, একটু ধৈর্য ধরুন। আপনারা দু-একদিন একটু কষ্ট করেন। দেখবেন, ওই সমস্ত মাফিয়াচক্র ঠাণ্ডা হয়ে যাবে।

মালিক শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের রাজনীতি করে, শেখ হাসিনা জনগণের রাজনীতি করেন। আপনারা আলোচনায় বসতে পারতেন। আপনারা টেবিলে না বসে আগে ধর্মঘট ডেকে দিলেন মানুষকে কষ্ট দেয়ার জন্য। এটা ঠিক করেননি।

মোহাম্মদ নাসিম বলেন, পরিবহন সেক্টরের নেতারা সবাই রাজনীতি করে। কিন্তু তারা চাঁদার ব্যাপারে সবাই একমত। ওখানে কমিউনিস্ট নেতার সাথে আওয়ামী লীগ নেতার কোনো পার্থক্য নাই, বিএনপি নেতার সাথে জামায়াত নেতার কোনো পার্থক্য নাই। এমনকি এই চাঁদাবাজির সঙ্গে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও জড়িত আছে। এই পরিবহন সেক্টরের চাঁদার সমস্যা সমাধান করতে পারলে অনেক সমস্যার সমাধান হবে।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর