২০ নভেম্বর, ২০১৯ ১৭:৪১

সন্ধ্যায় মালিক-শ্রমিক প্রতিনিধির সঙ্গে বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর

অনলাইন ডেস্ক

সন্ধ্যায় মালিক-শ্রমিক প্রতিনিধির সঙ্গে বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর

ছবিটি রাজধানীর হানিফ ফ্লাইওভার থেকে তোলা

নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে সারা দেশে অঘোষিতভাবে চলছে পরিবহন শ্রমিকদের ধর্মঘট। চলমান ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

এদিকে, সমস্যা সমাধানে বুধবার সন্ধ্যায় সারা দেশের মালিক-শ্রমিক প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে চলমান ধর্মঘটের বিষয়ে সমঝোতার কথা রয়েছে।

পরিবহন ধর্মঘট প্রসঙ্গে শ্রমিক নেতারা জানান, আইন সংশোধন না করলে শ্রমিকরা অন্য পেশায় যাবে, তবু এ আইনের অধীনে গাড়ি চালাবে না।

গত ১৭ই নভেম্বর থেকে নতুন সড়ক পরিবহন আইন সরকারিভাবে পুরোপুরি কার্যকরের ঘোষণা দেয়ার পরই কর্মবিরতিতে যায় ট্রাক কাভার্ড ভ্যান শ্রমিকরা। ৯ দফা দাবিতে চলা অনির্দিষ্টকালের এ ধর্মঘটে পরিবহন শ্রমিকরা একাত্বতা ঘোষণা না করলেও বুধবার প্রায় সারা দেশেই বন্ধ থাকে দুরপাল্লার বাস চলাচল। ফলে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর