নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে সারা দেশে অঘোষিতভাবে চলছে পরিবহন শ্রমিকদের ধর্মঘট। চলমান ধর্মঘটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
এদিকে, সমস্যা সমাধানে বুধবার সন্ধ্যায় সারা দেশের মালিক-শ্রমিক প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে চলমান ধর্মঘটের বিষয়ে সমঝোতার কথা রয়েছে।
পরিবহন ধর্মঘট প্রসঙ্গে শ্রমিক নেতারা জানান, আইন সংশোধন না করলে শ্রমিকরা অন্য পেশায় যাবে, তবু এ আইনের অধীনে গাড়ি চালাবে না।
গত ১৭ই নভেম্বর থেকে নতুন সড়ক পরিবহন আইন সরকারিভাবে পুরোপুরি কার্যকরের ঘোষণা দেয়ার পরই কর্মবিরতিতে যায় ট্রাক কাভার্ড ভ্যান শ্রমিকরা। ৯ দফা দাবিতে চলা অনির্দিষ্টকালের এ ধর্মঘটে পরিবহন শ্রমিকরা একাত্বতা ঘোষণা না করলেও বুধবার প্রায় সারা দেশেই বন্ধ থাকে দুরপাল্লার বাস চলাচল। ফলে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন