শিরোনাম
২০ নভেম্বর, ২০১৯ ২২:০৫

অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর ফাঁসি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর ফাঁসি

যৌতুকের মাত্র ৫ হাজার টাকা না দেয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী মো. কাওছারকে ফাঁসির আদেশ নিয়েছেন বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। 

বুধবার বিকেলে আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ। দণ্ডপ্রাপ্ত মো. কাওছার বরিশালের উজিরপুরের বাসিন্দা। 

ট্রাইব্যুনালের বিশেষ পিপি ফয়জুল হক ফয়েজ জানান, ২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালের বানারীপাড়া উপজেলার নাজিরপুর গ্রামে ৩ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী মাহমুদা আক্তার পাখিকে শ্বাসরোধে হত্যা করে স্বামী মো. কাওছার। এ ঘটনায় পাখির বোন ময়না বেগম ওই দিনই বানারীপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ৩০ এপ্রিল ওই মামলায় আদালতে অভিযোগপত্র (চার্জশীট) দেন বানারীপাড়া থানার এসআই আব্দুর রাজ্জাক। 

পরে ট্রাইব্যুনালে সাক্ষী গ্রহণ শেষে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২৫ হাজার টাকা যৌতুক দাবি করেছিল স্বামী কাওছার। পাখির পরিবার থেকে তাকে ২০ হাজার টাকাও দেয়া হয়। বাকী ৫ হাজার টাকার জন্য তাকে শ্বাসরোধে হত্যা করে সে। হত্যাকাণ্ডের ২ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর