২১ নভেম্বর, ২০১৯ ১৪:০৭

বরিশালে আয়কর মেলায় ৮ কোটি ৯০ লাখ টাকার রাজস্ব আদায়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে আয়কর মেলায় ৮ কোটি ৯০ লাখ টাকার রাজস্ব আদায়

বরিশাল কর অঞ্চলের আওতায় বিভাগের ৬টি জেলা সদর ও ৫টি উপজেলা সদরে এবারের আয়কর মেলায় ৮ কোটি ৯০ লাখ টাকার কর আদায় হয়েছে। গত ১৪ নভেম্বর বিভাগীয় সদর বরিশালে আয়কর মেলার উদ্বোধন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। বুধবার রাত সাড়ে ৮টায় আয়কর মেলা-২০১৯ শেষ হয়। 

বিভাগীয় শহর বরিশালে সপ্তাহব্যাপী, বিভাগের অপর ৫ জেলায় ৪ দিনব্যাপী এবং উপজেলা পর্যায়ে পটুয়াখালীর কলাপাড়া, গলাচিপা, পিরোজপুরের নেছারাবদ, ভোলার লালমোহন এবং ঝালকাঠির নলছিটিতে ২দিন দিনব্যাপী কর মেলার আয়োজন করে বরিশাল কর অঞ্চল।  

বরিশাল কর অঞ্চলের উপ-কর কমিশনার (প্রশাসন) মো. আবুল কালাম আজাদ জানান, কর মেলার শেষ দিনে বিভাগীয় সদর বরিশালের কর মেলায় ২ কোটি ২৩ লাখ ২৬  হাজার ৫১ টাকার আয়কর আদায় করা হয়েছে। রিটার্ন জমা দিয়েছেন ৪ হাজার ৫৫৮ জন করদাতা। নতুন ইলেক্ট্রনিক ট্যাক্স আইডেন্টিফিকেশন (ই-টিআইএন) গ্রহণ করেছেন ১৪০ জন। ওইদিন মোট সেবাগ্রহণ করেছেন ১৬ হাজার ৫৬৩ জন।  

বরিশাল কর অঞ্চলের হিসেবে, বিভাগীয় সদর, জেলা সদর ও উপজেলায় অনুষ্ঠিত এবারের কর মেলায় ৮ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৫৪ টাকার আয়কর আদায় করা হয়েছে। পাশাপাশি রিটার্ন জমা দিয়েছেন ২৪ হাজার ১০ জন করদাতা। নতুন ই-টিআইএন গ্রহণ করেছেন ৯৫৯ জন। সর্ব মোট সেবাগ্রহণ করেছেন ৯৩ হাজার ৩১৬ জন।  

গত বছরের চেয়ে এবার সেবা গ্রহনকারী ও নতুন ই-টিআইএন গ্রহণকারীর সংখ্যা কমলেও বেড়েছে রিটার্ন দাখিল ও কর আদায়ের পরিমান।

গত বছর বরিশাল কর অঞ্চলে ৮ কোটি ৩২ লাখ ৯৮ হাজার ৮৮৭ টাকার আয়কর আদায় করা হয়েছিল।  রিটার্ন জমা দিয়েছিল ১৮ হাজার ৩৬১ জন করদাতা। নতুন ই-টিআইএন নেন ১ হাজার ১৬৬ জন। মোট সেবা নিয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৮২৯ জন। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর