রাজশাহীর পুঠিয়ায় ট্রাকের ধাক্কায় কুতুব আলী (৫৫) নামের এক মহিষের গাড়িচালক নিহত হয়েছেন। শনিবার দুপুরে পুঠিয়ার ঝলমলিয়া এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি একই উপজেলার পশ্চিম জিউপাড়া গ্রামে।
রাজশাহীর পুঠিয়ার পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কুতুব আলী মহিষের গাড়িতে আখ বোঝাই করে নিয়ে যাচ্ছিলেন।
তার মহিষের গাড়িটি পুঠিয়ার ঝলমলিয়ায় ঢাকা-রাজশাহী মহাসড়কে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে কুতুব আলী গাড়ি থেকে সড়কের ওপরে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।
কিন্তু তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে স্বাস্থকেন্দ্রের চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
এসআই কাজল কুমার নন্দী জানান, ঘটনার পর ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক-হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম