দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (প্রতিরোধ) সারোয়ার মাহমুদ বলেছেন, আমাদের দেশের বিত্তবানরা দেশের প্রতি আস্থা রাখতে না পেরে বিদেশ চলে যাচ্ছেন। কেউ কেউ সাথে নিয়ে যাচ্ছেন দেশের অর্থ-সম্পদ।
শনিবার সকালে বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় দুদক মহাপরিচালক আরও বলেন, বালিশ, পর্দা ও ক্যাসিনো কাণ্ডের সাথে জড়িতরা শিক্ষিত সমাজের মানুষ। সমাজের অশিক্ষিত মানুষগুলো দুর্নীতি করেন না, দুর্নীতি করেন শিক্ষিতরা।
দুদক বরিশাল জেলা কার্যালয় আয়োজিত মতবিনিময় সভায় তিনি আরও বলেন, দুর্নীতি দমন করে মানুষকে আটকে রাখা যাচ্ছে না, এজন্য প্রতিরোধের প্রয়োজন। দুর্নীতি থেকে বের হয়ে আসার জন্য প্রতিরোধ কাজে মনোযোগী হওয়া প্রয়োজন। নতুন প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন করার কাজ শুরু করেছে দুদক। দুর্নীতি দমন কমিশন রাষ্ট্রের সাথে সমন্বয় রেখে দুর্নীতির বিরুদ্ধে কাজ করছে। তবে একদিনে সব কিছু সমাধান হবে না।
সভায় অন্যান্যের মধ্যে বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আনোয়র হোসেন এবং জেলা মহিলা পরিষদ সভাপতি রাবেয়া খাতুনসহ অন্যরা বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম