১৭ ফেব্রুয়ারি, ২০২০ ১০:৩২

চুলা থেকে বের হওয়া গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৮ জন দগ্ধ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

চুলা থেকে বের হওয়া গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৮ জন দগ্ধ

ফাইল ছবি

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে রান্নাঘরের চুলা থেকে বের হওয়া গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৮ জন দগ্ধ হয়েছেন। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। 

আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন কিরণ মিয়া (৪৫), আবুল হোসেন (২৫), হিরণ মিয়া (২৫), কাউসার মিয়া (১৬),  মুক্তা আক্তার (২০), ইলমা আক্তার (৩), নূর জাহান (৬০) ও আপন (১০)। এদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহজাহান বলেন, সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকার একটি ফ্ল্যাট বাসায় এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে রাতে রান্নার চুলা বন্ধ না করে ওই পরিবারের লোকজন ঘুমিয়ে পরে। ফলে চুলা থেকে গ্যাস বের হয়ে ঘরের ভেতর জমে থাকে। ভোর ৫টায় রান্না ঘরে গ্যাসের চুলায় আগুন ধরাতে গেলে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ হয়।

আহতদের স্বজন ইলিয়াস জানান, ধারণা করা হচ্ছে ঘুম থেকে উঠে সিগারেটের জন্য আগুন জ্বালালে গ্যাস জমে থাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর