রাজধানীর জুরাইন ফ্লাইওভারে প্রাইভেটকারের ধাক্কায় আপন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আপন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ফকিরপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে। তিনি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় থাকতেন।
আপনের সহকর্মী সাগর ইসলাম জানান, রবিবার সকাল থেকে ঢাকা-মাওয়া রোডের জুরাইনে রাস্তার কাজ করছিল সে। এরপর বিকেলে ফ্লাইওভারের উপরে কাজ করছিল। এমন সময় একটি প্রাইভেটকার ধাক্কা দিলে আপন ফ্লাইওভার থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার