বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, সরকার ক্ষমতায় আসার আগে দেশবাসীর কাছে ওয়াদা করেছিল ক্ষমতায় গেলে ক্রসফায়ার বন্ধ করবেন। অথচ তারা সরকারে গিয়ে নিজেদের ওয়াদা ভুলে গেছে। ক্রসফায়ারের নামে মানুষের অধিকার কেড়ে নিয়েছে সরকার। জনগণের ভোটে নির্বাচিত হলে এ ধরনের কাজ করার সাহস পেত না সরকার।
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে রবিবার বিকেলে বরিশাল নগরীতে ৮ বছর আগে নিখোঁজ ছাত্রদল নেতা ফিরোজ খান কালু ও মিরাজ খানের বাসায় গিয়ে তাদের স্বজনদের সমবেদনা প্রদানকালে এসব কথা বলেন তিনি।
সরোয়ার আরও বলেন, কালু ও মিরাজের মা জানেন না তার দুই সন্তান কোথায় কি ভাবে আছে। তার দুই সন্তান বেঁচে আছে কিনা তাও তিনি জানেন না। এই সরকারের আমলে সেই জানার অধিকার থেকেও বঞ্চিত হয়েছেন একজন মা।
এ সময় মহানগর বিএনপি নেতা মাহফুজুর রহমান, সাবেক যুবদল নেতা খন্দকার গোলাম মোস্তফা, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমাউন কবির, সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম তারেক, সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান তছলিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
২০১২ মিরাজ ও কালুকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ধরে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তারা দুই ভাই নিখোঁজ রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার