নারায়ণগঞ্জে আলোচিত দিশা মনির মামলায় সাবেক তদন্ত কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। একইসাথে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আজ সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।
তিনি জানান, দিশা মনির বাবার মামলায় আটক আসামিরা দিশা মনিকে গণধর্ষণ ও হত্যার দায় স্বীকারের পর জীবিত দিশা মনির ফিরে আসার ঘটনায় অনেক পত্র-পত্রিকায় মামলার তদন্ত কর্মকর্তাকে নিয়ে প্রশ্ন উঠে। সেই প্রেক্ষিতে তাকে প্রথম মামলার তদন্ত থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
তিনি আরও জানান, একইসাথে আমি একটি তদন্ত কমিটি গঠন করেছিলাম যাদের দায়িত্ব ছিল পুলিশের সংযুক্ত আছে কি না তা খুঁজে বের করা ৩ দিনের মধ্যে। তারা নির্ধারিত সময়ের পূর্বেই আমাকে রিপোর্ট দিয়েছে গত বৃহস্পতিবার। এরপর তাৎক্ষণিকভাবেই সেদিনই তাকে বরখাস্ত করা হয়েছে। তদন্তের রিপোর্ট মোতাবেক তার কার্যক্রমে অসচেতনতার ছাপ পাওয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসাথে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ