ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বাংলাদেশের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বরিশাল মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহানগর ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মাদ রেজাউল করীমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি অধ্যাপক মাওলানা জাকারিয়া হামিদী, ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রিয় কমিটির প্রচার ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ এবং কেন্দ্রিয় কমিটির অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম হুসাইন মৃধা।
সভায় অন্যান্যের মধ্যে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রিয় সহসভাপতি মুহাম্মাদ আব্দুল জলিল, ইসলামী শ্রমিক আন্দোলন মহানগর শাখার সাধারণ সম্পাদক চাঁদপুরা ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আমানুল্লাহ আমান, নাছির উদ্দীন নাইস ও গাজী মুহাম্মাদ আলী হায়দার সহ অন্যান্যরা।
বিডি প্রতিদিন/হিমেল