রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকায় রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় দেলোয়ার হোসেন (২৬) নামের এক যুবক নিহত হয়েছে। আজ শনিবার ভোর ৬টার দিকে বাটা সিগন্যাল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
নিউমার্কেট থানার উপ পরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম গণমাধ্যমকে জানান, মৃত দেলোয়ার হোসেন ভোরে এলিফ্যান্ট রোডের বাসা থেকে কর্মস্থলে যাবার সময় বাটা সিগন্যাল ক্রসিংয়ে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।
নিহতের মামা শ্বশুর মহসিন ভূঁইয়া জানান, মৃত দেলোয়ার চাঁদপুর সদর উপজেলার কমলাপুর গ্রামের মৃত. নজরুল ইসলাম কতোয়ালের ছেলে। তিন ভাই দুই বোনের মধ্যে সে সবার ছোট। সে এলিফ্যান্ট রোডের এসকে গলির একটি ভাড়া বাসায় থেকে স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্টে কর্মচারীর কাজ করত।
বিডি-প্রতিদিন/শফিক