রাজধানীর শেরেবাংলা নগরে ৮ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেছে ভুক্তভোগী শিশুটির পরিবার। শনিবার রাতে শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলায় অভিযুক্ত শাহজালালকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, শিশুটির মা নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি জানান, এই ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত শাহজালালকে গ্রেফতার করা হয়েছে। শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ওসিসিতে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার