পাইপ লাইন মেরামত কাজের জন্য আজ রবিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর গাউছিয়া, নিউ মার্কেট, বসুন্ধরা গলি, হাতিরপুলসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখার এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লি.। এতে আরও জানানো হয়, নিউ এলিফ্যান্ট রোড ও নিউ মার্কেট এলাকায় ৩ ইঞ্চি ব্যাসের পাইপলাইন থেকে ২ ইঞ্চি ব্যাস এবং ১ ইঞ্চি ব্যাসের পাইপলাইন নির্মাণ কাজের জন্য রবিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর গাউছিয়া, নিউ মার্কেট, বসুন্ধরা গলি, নিউ এলিফ্যান্ট রোড, হাতিরপুলসহ আশপাশের এলাকার গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এসব এলাকার আবাসিক, সিএনজি, বাণিজ্যিক ও শিল্পসহ সব ধরনের গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বিডি-প্রতিদিন/শফিক