বরিশালে ‘প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও শিশুর মনো-সামাজিক সুরক্ষা’ শীর্ষক ৫দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে। সমাজ সেবা অধিদপ্তরের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে আজ রবিবার সকাল ১০টায় নগরীর কালীবাড়ি রোডের সমাজসেবা কার্যালয়ের হলরুমে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন কার্যালয়ের ‘শিক্ষক, সহকারী শিক্ষক, হাউজপ্যারেন্ট কাম টিচার, খালাম্মা, বড় আপা, বড় ভাইয়া, কম্পাউন্ডার, মেট্রন-কাম-নার্স, ফার্মাসিস্ট, কারিগরি প্রশিক্ষক ও সমমানের ৩০জন কর্মচারী ৫দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করছেন।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল-মামুন তালুকদারের সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও সমাজসেবা বিভাগের সহকারী পরিচালক মো. শহিদুল ইসলাম, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মেমী আক্তার ও প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন কার্যালয়ের ‘শিক্ষক, সহকারী শিক্ষক, হাউজপ্যারেন্ট কাম টিচার, খালাম্মা, বড় আপা, বড় ভাইয়া, কম্পাউন্ডার, মেট্রন-কাম-নার্স, ফার্মাসিস্ট, কারিগরি প্রশিক্ষক ও সমমানের কর্মচারীদের প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সমাজসেবা বিভাগের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ।
এদিকে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী শেষে মুজিববর্ষ উপলক্ষে সমাজসেবা বিভাগের প্রতিটি কার্যালয়ে মুজিব বর্ষের লোগো সংবলিত ফাইল কভার হস্তান্তরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
বিডি প্রতিদিন/আবু জাফর