অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রাজধানীর মিরপুরে একটি আবাসিক ভবনে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট। তবে আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের অপারেটর নাজমা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, আজ বিকেল ৫টা ৫ মিনিটের দিকে রাজধানীর মিরপুর ৭ নম্বর সেকশনের একটি ভবনে আগুন লাগে। খবর পেয়ে দুটি ইউনিট কাজ করে ৫টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. শাহাজাদা গণমাধ্যমকে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।
বিডি-প্রতিদিন/শফিক