বরিশালের গৌরনদী উপজেলার বাসুদেবপাড়া গ্রামে মিশ্রভাবে কৃষি ও মাছের খামার করে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন মজিবর রহমান বিপ্লব নামে এক ব্যক্তি। দীর্ঘ পরিশ্রমে তার খামারে এখন শোভা পাচ্ছে তরমুজ ও বাহারি রংয়ের বিদেশি সাম্মাম ফল।
কৃষক মজিবর রহমান বিপ্লব জানান, এবার ৪০ শতাংশ জমির উপর তরমুজ ও বিদেশি জাতের সাম্মাম চাষ করেন তিনি। অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলামের পরামর্শে দেশের বিভিন্ন জেলা থেকে বীজ সংগ্রহ করে গত এক বছরের প্রচেষ্টায় শীতকালীন তরমুজ, দুই প্রকারের সাম্মাম এবং মাছের চাষ করেন।
বৈরী আবহাওয়ার কারণে প্রাথমিক পর্যায়ে খামারে কিছুটা সমস্যা হলেও এ বছর ৫ লাখ টাকা লাভের আশা করছেন তিনি।
অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম জানান, কৃষক মজিবর রহমান বিপ্লব তার কাছে কৃষি কাজ করে লাভবান হওয়ার পরামর্শ চাইলে তিনি শীতকালীন তরমুজ ও সাম্মাম চাষের পরামর্শ দেন। সে অনুযায়ী বিপ্লব তার কৃষি খামারে বিপ্লব ঘটিয়েছেন।
গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. মামুনুর রহমান জানান, কৃষক মজিবর রহমান বিপ্লবের কৃষি খামার নিয়মিত পরিদর্শন করে যাবতীয় পরামর্শ ও সহায়তা দিচ্ছেন তারা। তাদের দিক নির্দেশনা মেনে চলায় সফলতা পেয়েছে কৃষক বিপ্লব।
বিডি প্রতিদিন/আবু জাফর