বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ফয়েজ উল্লাহ এবং সাধারণ সম্পাদক হয়েছেন দীপক শীল।
রবিবার রাজধানীর বিএমএ ভবনের দুই দিনব্যাপী কাউন্সিল শেষে নতুন এ কমিটি গঠন করা হয়।
ছাত্র ইউনিয়নের ৪০তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশন থেকে সারাদেশের কাউন্সিলরদের মতামত ও ভোটাধিকারের ভিত্তিতে ফয়েজ উল্লাহকে সভাপতি, দীপক শীলকে সাধারণ সম্পাদক ও সুমাইয়া সেতুকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন