২৩ নভেম্বর, ২০২০ ১৭:২১

বর্তমান সরকার কখনও স্বেচ্ছায় ক্ষমতা ছাড়বে না: ড. মোশাররফ

অনলাইন ডেস্ক

বর্তমান সরকার কখনও স্বেচ্ছায় ক্ষমতা ছাড়বে না:  ড. মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বর্তমান সরকার কখনও স্বেচ্ছায় ক্ষমতা ছাড়বে না। জনগণকে সাথে নিয়ে গণঅভ্যুত্থান গড়ে তুলতে হবে। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬ তম জন্মদিন উপলক্ষ্যে রবিবার রাতে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত এক ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা: ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। এছাড়াও জেডআরএফের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রকৌশলী আসাদুজ্জামান চুন্নুর পরিচালনায় সভায় আরো অংশগ্রহণ করেন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ অসীম, জেডআরএফের ডা: শাহ মুহাম্মদ আমান উল্লাহ, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, ব্যারিস্টার মীর হেলাল, ফজলুল হক ভুইয়া, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা: হারুন আল রশিদ, ডা: পারভেজ রেজা কাকন, ডা: শেখ ফরহাদ, ডা: সরকার মাহবুব আহমেদ শামীম, প্রকৌশলী মাহবুব আলম, অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম, অধ্যাপক ড. আবদুল করিম, কৃষিবিদ শামীমুর রহমান শামীম প্রমুখ।

ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, জিয়াউর রহমান আওয়ামী লীগের সকল ব্যর্থতাকে দূরে ঠেলে নবদ্যোমে এগিয়ে গেছেন। আমাদের জাতীয় যে নীতিগুলো ছিলো সেগুলোকে সময়োপযোগী ও বাস্তবায়ন করেছেন। আজকে বর্তমান বাংলাদেশ বিনির্মাণের পেছনে সকল কাজে ছিলেন শহীদ জিয়াউর রহমান।  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর