রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় একটি আবাসিক ভবনের (হাজী মুসা ম্যানসন) নিচতলায় কেমিকেল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার সেহেরির সময় রাত তিনটার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে। এরপর ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ওই ব্যক্তি ভবনটির নিরাপত্তারক্ষী ছিলেন। এছাড়া এ ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীসহ অন্তত ১৮ জন আহত হয়েছে বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডে ওই ভবনের ছাদে আটকা পড়েন ভবনের বাসিন্দারা। তাদেরকে জানালা ও বারান্দার গ্রিল কেটে বের করে এনেছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
বিডি প্রতিদিন/কালাম