২৩ এপ্রিল, ২০২১ ০৮:৩২

কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ড, আহত ১০ জন বার্ন ইনস্টিটিউটে

অনলাইন ডেস্ক

কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ড, আহত ১০ জন বার্ন ইনস্টিটিউটে

পুরান ঢাকার আরমানিটোলায় কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে এ পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ১৪ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। আহতদের মধ্যে শুক্রবার সকাল পৌনে ৭টা পর্যন্ত ১০ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। 

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস সদর দপ্তর। পরে ফায়ার সার্ভিসের ১৯টি টিম কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

ইনস্টিটিউট থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, পুরান ঢাকার অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১০ জনকে ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করে ইনস্টিটিউটের নিয়ে এসেছে। তাদের মধ্যে অধিকাংশই অগ্নিকাণ্ডের সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। আর কয়েকজনের হাতে ও পায়ে সামান্য দগ্ধ রয়েছে, তাদের চিকিৎসা চলছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর